(খ) খুলনা জেলার সকল পরিবহন শ্রমিকদের মোটরযান চালনার লাইসেন্স সমূহ এইচএসডিএলএর (HSDL) নেটওয়ার্কের আওতায় আনয়ন করা হবে।
(গ) জেলার সাধারণ গ্রাহকদের পরিবহন ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত তথ্যাদি ওয়েব পোর্টাল/অন লাইনে সরবরাহ করা হবে।
(ঘ) ড্রাইভিং কম্পিটেন্সি টেস্ট বোর্ডের পরীক্ষাসমূহ কম্পিউটারাইজ করা হবে;
(ঙ) সমগ্র বাংলাদেশে আরএফআইডি স্টেশন/সার্চ ওয়াচগেট স্থাপনের মাধ্যমে মোটরযানের গতিবিধি পর্যবেক্ষণ;
(চ) দেশের প্রতিটি জেলায় অটোমেটিক ভেহিক্যাল ইন্সপেকশন সেন্টার স্থাপন;
(ছ) মোটরযানের গতি নিয়ন্ত্রণের নিমিত্তে গুরুত্বপূর্ণ সড়কে রাডার স্পীড ক্যামেরা স্থাপন ও নির্ধারিত গতিসীমা অতিক্রম করলে চালক ও মোটরযানের মালিককে মোবাইল মেসেজের মাধ্যমে সর্তক করা ও প্রযোজ্য জরিমানার পরিমান জানিয়ে দেওয়া।
(জ) বিভিন্ন টোল কালেকশন পয়েন্টে আরএফআইডি ট্যাগ ব্যবহার করে স্বয়ংক্রিয় পদ্ধতিতে টোল আদায়ে সরকারকে সহায়তা করা;
(ঝ) ড্রাইভিং লাইসেন্স, ডিআরসি প্রস্তুতের পর তা গ্রাহকের ঠিকানায় পৌছিয়ে দেওয়া;
(ঞ) বিআরটিএ ডাটাবেজে মোটরযানের বিপরীতে চালকের তথ্য অন্তর্ভুক্ত করণ;
(ট) বিআরটিএ’র ডাটাবেজে মোটরযান চালকের মামলার তথ্য সংরক্ষণ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস